অধ্যক্ষের বাণী
দুটি পাতা একটি কুড়ির দেশ, আধ্যাত্মিক নগরী ও পর্যটন এলাকা খ্যাত সিলেট এ ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট। এ প্রতিষ্ঠান এই অঞ্চলের সার্বিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে চলেছে। এই প্রতিষ্ঠানকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক তৈরির সূতিকাগার বলা যায়। এ প্রতিষ্ঠানের প্রশিক্ষিত শিক্ষকরা জাতি বিনির্মাণে নিরলস ভূমিকা রেখে চলেছে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিএড প্রফেশনাল ১ বছর, চার (৪) বছর মেয়াদী বিএড (অনার্স) এবং ১ বছর মেয়াদী এমএড কোর্স চলমান রয়েছে। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায় কর্তৃক পরিচালিত বিএড ও এমএড প্রোগ্রাম চালু রয়েছে। মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদরাসা শিক্ষকদের বিভিন্ন ধরণের স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে এ প্রতিষ্ঠান। এছাড়াও প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য ICT, শিক্ষা ব্যবস্থাপনাসহ শিক্ষা সংশ্লিষ্ট বহুবিধ প্রশিক্ষণ দেয়া হয়।
২০৩০ সালের মধ্যে এসডিজি-৪ বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ গঠন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উন্নীতকরণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, এমপি একযোগে কাজ করে যাচ্ছে। আমরাও এ কাজে অংশীজন। শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে সত্যিকার সোনার বাংলা গড়া সম্ভব বলে আমরা বিশ্বাস করি।
আমি এ প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করি
প্রফেসর আব্দুল সাজিদ
অধ্যক্ষ
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট